2-9-2020(My Daily Life)

 আমি একজন ছাত্র। আমি গ্রামে বাস করি। আমি প্রতিদিনের আমার সঙ্গে ঘটে যাওয়া বিষয় নিয়ে ব্লগ লিখি।তার ধারাবাহিকতায় আজকেও লিখেছি।৷                       

Daily Life

       

     আমি একজন মধ্যেবিও ঘরের ছেলে। আমরা ধনী নয়। আমার সকালটা শুরু হয় আমার মা-বাবার ডাক দিয়ে।তখন প্রায় বাজে সকাল ৬টা।  তার পর সালাত আদায় করি।আমার মা সকালের নাশতা তৈরি করে। নাশতা খাওয়া শেষ করে আমার বাবাকে খাবার দিতে যাই। আমাদের একটা ছোট -খাটো মুদি দোকান আছে। সেখানে সকালে খাবার দিতে গিয়ে বিভিন্ন কাজ করি। প্রায় সকাল ১০ টা বা ১১টা বেজে যায়। অবশ্য  এখন কোরনা ভাইরাসের জন্য স্কুল বদ্ধ। এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়।তারপর  গোসল করে জোহরের নামাজ পড়তে যাই।এরপর মা-বাবা এবং আমি দুপুরের খাবার খেতে বসি। এরপর নিজের স্কুলের  পড়াশোনা করি। আমি কিন্তু ঘুরতে পছন্দ করি না। তাই বিকেলে ঘুরতে যায়না। আমি একজন বিলাসিতার মাধ্যমে আমার জীবন কাটাতে চাই না।তাই সবসময় ভাবি কি করলে আমার পরিবার, আমার প্রতিবেশী ভালো থাকবে।                

           

এভাবেই আমার আজকের দিনটা কেটে গেছে। যদি কোন ভুল হয় আমার এই লেখাই তবে ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। 

...……………………………………………………………..

ENGLISH TRANSLATE: 

I am a student.  I live in the village.  I write a blog about the things that happen to me every day.

 I am a middle class boy.  We are not rich.  My morning started with the call of my parents. It was about 8 o'clock in the morning.  After that I pray. My mother makes breakfast.  After breakfast I went to feed my father.  We have a small grocery store.  I go there in the morning to give food and do different things.  It is about 10 or 11 o'clock in the morning.  Of course now the school is closed for the Korna virus.  This is how the morning turns to noon. Then I take a bath and go to perform the Johar prayers. Then my parents and I sit down to eat lunch.  Then I go to my own school.  But I do not like to travel.  So you can't go around in the afternoon.  I don't want to spend my life in luxury. So I always think that if I do, my family, my neighbors will be better.

 That's how my day ended.  If there is any mistake in my writing, please forgive me as a younger brother.

Comments

Popular posts from this blog

PUBG Banned In INDIA

HUMAN IDENTITY