আমি একজন ছাত্র। আমি গ্রামে বাস করি। আমি প্রতিদিনের আমার সঙ্গে ঘটে যাওয়া বিষয় নিয়ে ব্লগ লিখি।তার ধারাবাহিকতায় আজকেও লিখেছি।৷ আমি একজন মধ্যেবিও ঘরের ছেলে। আমরা ধনী নয়। আমার সকালটা শুরু হয় আমার মা-বাবার ডাক দিয়ে।তখন প্রায় বাজে সকাল ৬টা। তার পর সালাত আদায় করি।আমার মা সকালের নাশতা তৈরি করে। নাশতা খাওয়া শেষ করে আমার বাবাকে খাবার দিতে যাই। আমাদের একটা ছোট -খাটো মুদি দোকান আছে। সেখানে সকালে খাবার দিতে গিয়ে বিভিন্ন কাজ করি। প্রায় সকাল ১০ টা বা ১১টা বেজে যায়। অবশ্য এখন কোরনা ভাইরাসের জন্য স্কুল বদ্ধ। এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়।তারপর গোসল করে জোহরের নামাজ পড়তে যাই।এরপর মা-বাবা এবং আমি দুপুরের খাবার খেতে বসি। এরপর নিজের স্কুলের পড়াশোনা করি। আমি কিন্তু ঘুরতে পছন্দ করি না। তাই বিকেলে ঘুরতে যায়না। আমি একজন বিলাসিতার মাধ্যমে আমার জীবন কাটাতে চাই না।তাই সবসময় ভাবি কি করলে আমার পরিবার, আমার প্রতিবেশী ভালো থাকবে। ...
Comments
Post a Comment