আমি একজন ছাত্র। আমি গ্রামে বাস করি। আমি প্রতিদিনের আমার সঙ্গে ঘটে যাওয়া বিষয় নিয়ে ব্লগ লিখি।তার ধারাবাহিকতায় আজকেও লিখেছি।৷ আমি একজন মধ্যেবিও ঘরের ছেলে। আমরা ধনী নয়। আমার সকালটা শুরু হয় আমার মা-বাবার ডাক দিয়ে।তখন প্রায় বাজে সকাল ৬টা। তার পর সালাত আদায় করি।আমার মা সকালের নাশতা তৈরি করে। নাশতা খাওয়া শেষ করে আমার বাবাকে খাবার দিতে যাই। আমাদের একটা ছোট -খাটো মুদি দোকান আছে। সেখানে সকালে খাবার দিতে গিয়ে বিভিন্ন কাজ করি। প্রায় সকাল ১০ টা বা ১১টা বেজে যায়। অবশ্য এখন কোরনা ভাইরাসের জন্য স্কুল বদ্ধ। এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়।তারপর গোসল করে জোহরের নামাজ পড়তে যাই।এরপর মা-বাবা এবং আমি দুপুরের খাবার খেতে বসি। এরপর নিজের স্কুলের পড়াশোনা করি। আমি কিন্তু ঘুরতে পছন্দ করি না। তাই বিকেলে ঘুরতে যায়না। আমি একজন বিলাসিতার মাধ্যমে আমার জীবন কাটাতে চাই না।তাই সবসময় ভাবি কি করলে আমার পরিবার, আমার প্রতিবেশী ভালো থাকবে। ...
সবাইকে welcome আমার বল্গ website-এ. আমি প্রতিদিন ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লিখি। তবে আজকে আমি অন্য বিষয় নিয়ে কথা বলব।সেটি হলো ভারতে পাবজি নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে। তাহলে শুরু করি। ভারতীয় পাবজি খেলোয়াড়েরা শুনে দুঃখ পাবে যে তারা আর পাবজি খেলতে পারবে না😭😭। Google play store- এ পাবজির ডাউনলোড সংখ্যা প্রায় ৩২ মিলিয়ন। আমি মনে করি যার বেশির ভাগই ভারতীয়। তবে মন খারাপ করার কিছু নেয়। এখন থেকে পাবজি খেলোয়াড়েরা ফ্রি-ফায়ার খেলবে😂😂।ভারতে এই অ্যাপ গুলো আর ডাউনলোড করা যাবে না। যাদের ডাউনলোড করা আছে তাদের অ্যাপ কাজ করবে না। যারা পাবজি খেলতো তারা ফ্রি-ফায়ার অপছন্দ করত। আসা করি তারাও ফ্রি-ফায়ার এ নাম লিখাবে🤔😎। Pubg playing video: এবার আসি কেনো পাবজি নিষিদ্ধ করল ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।আমরা জানি গত ১৫-ই জুন গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনা সংঘর্ষে ভারতের এক কমান্ডার সহ ১৯ জন জাওয়ানের মৃত্যু হয়েছিল। সেই থেকে চীন ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও খারাপ হয়।সেই সেনা সংঘর্ষের জেরে চীন-ভারত সাইবা...
Human identity Many question what a real person's identity should be. We tell our identity from our own place. We say I am a man, a student and much more. However, it does not carry the real identity of the people. The human body is not a real human being. The soul that is in the body is the real man. All these souls have already been created by the Creator. When the Creator wants to send a soul to earth, He creates a body in the mother's womb and gives it to him. After birth, the body gradually grows. People do different things with that body. However, the identity of a human being does not only carry his body. To be a real human being, he has to acquire humanity. We have to think not only about ourselves but also about others. We will all die one day. Our soul will leave the body.Finally, I would like to say that human identity carries the moral character of human beings and humanism....
Comments