PUBG Banned In INDIA
সবাইকে welcome আমার বল্গ website-এ.
আমি প্রতিদিন ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লিখি। তবে আজকে আমি অন্য বিষয় নিয়ে কথা বলব।সেটি হলো ভারতে পাবজি নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে। তাহলে শুরু করি।
ভারতীয় পাবজি খেলোয়াড়েরা শুনে দুঃখ পাবে যে তারা আর পাবজি খেলতে পারবে না😭😭। Google play store- এ পাবজির ডাউনলোড সংখ্যা প্রায় ৩২ মিলিয়ন। আমি মনে করি যার বেশির ভাগই ভারতীয়। তবে মন খারাপ করার কিছু নেয়। এখন থেকে পাবজি খেলোয়াড়েরা ফ্রি-ফায়ার খেলবে😂😂।ভারতে এই অ্যাপ গুলো আর ডাউনলোড করা যাবে না। যাদের ডাউনলোড করা আছে তাদের অ্যাপ কাজ করবে না। যারা পাবজি খেলতো তারা ফ্রি-ফায়ার অপছন্দ করত। আসা করি তারাও ফ্রি-ফায়ার এ নাম লিখাবে🤔😎।
Pubg playing video:
এবার আসি কেনো পাবজি নিষিদ্ধ করল ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।আমরা জানি গত ১৫-ই জুন গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনা সংঘর্ষে ভারতের এক কমান্ডার সহ ১৯ জন জাওয়ানের মৃত্যু হয়েছিল। সেই থেকে চীন ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও খারাপ হয়।সেই সেনা সংঘর্ষের জেরে চীন-ভারত সাইবার যুদ্ধ শুরু হয়েছে। প্রথম দিকে জনপ্রিয় আ্যপ টিকটক সহ ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে।এদিকে আবার লাদাখ সিমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশের চেষ্টা চালাতেই ভারতীয় সরকার চীনের ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করল।এই নিয়ে মোট ২২৪ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল। আমি তো বলব এটি চীনের উপর ভারতের ডিজিটাল সট্রাইক।ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে জানান হয়েছে-যে, কোটি কোটি ভারতীয় মোবাইল ইনটারনেট ব্যবহারকারীর নিরাপত্তার সার্থে এই সিদ্ধান্ত।
পরিশেষে বলতে চাই, এর আগে কী এই অ্যাপ গুলো ভারতীয়দের নিরাপত্তা নষ্ট করেনি।
…আমার ব্লগ ভালো লাগলে comment, Share করার অনুরোধ রইল।……………………………………………………
ENGLISH TRANSLATE:
Welcome everyone to my blog website ...
I blog about different things that happen every day. But today I will talk about another issue. That is the issue of banning pubg in India. So let's get started ..
Indian publishers will be saddened to hear that they will no longer be able to play pubg. The number of pubg downloaded in the Google play store is about 32 million. I think most of them are Indian. But it takes something to upset. From now on, Pubg players will play free-fire. These apps can no longer be downloaded in India. Those who have downloaded the app will not work. Those who played pubg disliked free-fire. Come on, they will also write the name in Free-Fire.
Let's find out now why the Indian Ministry of Information Technology banned PUBG . Since then, relations between China and India have deteriorated. The Sino-Indian cyber war has erupted due to the military conflict. Initially, the popular app banned 59 Chinese apps, including TikTok. Meanwhile, the Indian government banned 118 Chinese apps in an attempt to infiltrate Chinese troops on the Ladakh border. A total of 224 Chinese apps were banned. I would say it is India's digital strike on China. According to the Indian Ministry of Information Technology, the decision is in the interest of the safety of billions of Indian mobile internet users.
Finally, I would like to say that these apps have not compromised the security of Indians before.
If you like my blog, please leave a comment and Shares..
Comments
Post a Comment