PUBG Banned In INDIA
সবাইকে welcome আমার বল্গ website-এ. আমি প্রতিদিন ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লিখি। তবে আজকে আমি অন্য বিষয় নিয়ে কথা বলব।সেটি হলো ভারতে পাবজি নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে। তাহলে শুরু করি। ভারতীয় পাবজি খেলোয়াড়েরা শুনে দুঃখ পাবে যে তারা আর পাবজি খেলতে পারবে না😭😭। Google play store- এ পাবজির ডাউনলোড সংখ্যা প্রায় ৩২ মিলিয়ন। আমি মনে করি যার বেশির ভাগই ভারতীয়। তবে মন খারাপ করার কিছু নেয়। এখন থেকে পাবজি খেলোয়াড়েরা ফ্রি-ফায়ার খেলবে😂😂।ভারতে এই অ্যাপ গুলো আর ডাউনলোড করা যাবে না। যাদের ডাউনলোড করা আছে তাদের অ্যাপ কাজ করবে না। যারা পাবজি খেলতো তারা ফ্রি-ফায়ার অপছন্দ করত। আসা করি তারাও ফ্রি-ফায়ার এ নাম লিখাবে🤔😎। Pubg playing video: এবার আসি কেনো পাবজি নিষিদ্ধ করল ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।আমরা জানি গত ১৫-ই জুন গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনা সংঘর্ষে ভারতের এক কমান্ডার সহ ১৯ জন জাওয়ানের মৃত্যু হয়েছিল। সেই থেকে চীন ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও খারাপ হয়।সেই সেনা সংঘর্ষের জেরে চীন-ভারত সাইবার যুদ্ধ শুরু হয়েছে। প্রথম দিকে জনপ্রিয় আ্যপ টিকটক সহ ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ ক